Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে নতুনের নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে নতুনের নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

May 20, 2023 06:24:11 PM   উপজেলা প্রতিনিধি
গাবতলীতে নতুনের নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

বিপ্লব রহমান:
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

থানা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম রাঙ্গার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক রাহাত রহমান তাসকিন।

এসময় উপস্থিত ছিলেন, থানা ছাত্রদলের সিনি: সহ-সভাপতি নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি তৌকির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বাবু, সাজেদুর রহমান লতিফ, সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, সজিব, দপ্তর সম্পাদক দোয়েল, ছাত্রনেতা সিমান্ত, সাদ্দাম, আশিক, আকাশ, ছাব্বির, সোহান, রাব্বি প্রমুখ।

বক্তারা গাবতলী পৌর আ’লীগের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত এনামুল হক নতুনের নিঃশর্ত মুক্তির দাবি করেন।