Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে মানসিক প্রতিবন্ধীর নিজের শরীরে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে মানসিক প্রতিবন্ধীর নিজের শরীরে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

May 18, 2023 07:36:11 PM   উপজেলা প্রতিনিধি
গাবতলীতে মানসিক প্রতিবন্ধীর নিজের শরীরে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বিপ্লব রহমান:
গতকাল ১৮ই মে বৃহস্পতিবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন অন্তর্গত হোসেনপুর টায়ের পাড়া গ্রামের জালাল পাইকার এর ছেলে রুবেল মিয়া মানসিক প্রতিবন্ধী (পাগল) দুপুর ১২ টার দিকে নিজের গায়ে নিজেই চুরিঘাত করে। পরে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়াছেন এলাকাবাসী। এলাকাবাসীর সূত্রে জানা যায়, রুবেল মিয়া প্রায় ১০ বছর পূর্বে থেকে মানসিক প্রতিবন্ধী অবস্থায় বাড়িতে হাতে লোহার ছিকল অবস্হায় অবস্থান করে মাঝে মাঝে সুস্থতার আচরণ করলে অভিভাবকের নির্দেশে শিকল খুলে ফেলা হয়। এরই  ধারাবাহিকতায় দুপুরে উল্লেখিত ঘটনায় শরীরের গলায় ও পেটে আঘাত করলে দ্রুত হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী।