Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে শ্বশুর বাড়ীতে মারধরে আহত ২, থানায় অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে শ্বশুর বাড়ীতে মারধরে আহত ২, থানায় অভিযোগ

May 21, 2023 07:22:09 PM   উপজেলা প্রতিনিধি
গাবতলীতে শ্বশুর বাড়ীতে মারধরে আহত ২, থানায় অভিযোগ

বিপ্লব রহমান:
বগুড়ার গাবতলী থানার অভিযোগ সূত্রে জানা গেছে বগুড়া  সদর উপজেলা শেখেরকোলা ইউনিয়নের নুরুইল গ্রামের নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম গাবতলী উপজেলার রাশেশ্বরপুর উত্তর পাড়া গ্রামের আহম্মদ আলীর কন্যা আছিয়া বেগম(২১) কে গত ৫-৬ মাস পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্য বনিবনাত না হওয়াই গত রমজান মাসে আছিয়া তার বাবার বাড়ীতে চলে আসে।

গত শুক্রবার তারিখে  তাকে নেওয়ার জন্য তার শ্বশুর বাড়ীর লোক জন তাদের বাড়ীতে আসলে  উভয় পক্ষের লোকজন বসে আপোষ মিমাংসা করার চেষ্টা করাকালে তাদের মধ্য কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিটের মত ঘটনা ঘটে। মেয়ে পক্ষের লোকজনের মারপিটে  রবিউলের চাচীর মাথা ফেটে যায় রবিউলও আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল ও গাবতলী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রবিউল জানান, ঘটনার সময় তাদের একটি ডায়াং মোটরসাইকেল মেয়ে পক্ষের লোকজন আটকিয়ে রাখে। মেয়ের বাবা জানান আমরা কারো মোটর সাইকেল আটকিয়ে রাখিনি। এ ঘটনায় রবিউল বাদী হয়ে ৫জন সহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে বিবাদী করে ২০/৫/২৩ ইং তারিথে গাবতলী থানায় একটি অভিযেগ দায়ের করে।

গাবতলী থানার এসআই জহুরুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।