Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীর নাড়ুয়ামালায় ব্যাক্তি উদ্যোগে সংস্কারকৃত রাস্তা পরিদর্শনে ইউএনও - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীর নাড়ুয়ামালায় ব্যাক্তি উদ্যোগে সংস্কারকৃত রাস্তা পরিদর্শনে ইউএনও

June 01, 2023 06:58:45 PM   দেশজুড়ে ডেস্ক
গাবতলীর নাড়ুয়ামালায় ব্যাক্তি উদ্যোগে সংস্কারকৃত রাস্তা পরিদর্শনে ইউএনও

বিপ্লব রহমান:
বগুড়া গাবতলী নাড়ুয়ামালা তিন মাথার মোড় খানাখন্দক রাস্তাটি দীর্ঘদিন যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। পথচারী সহ যানবাহন চরম ঝুকিতে চলাচল করছে, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জাতীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলালের নজরে পড়লে তিনি নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করেন। বৃহস্পতিবার বিকালে রাস্তাটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা নাইম হোসেন, নাড়ুয়ামালা প্রাণি চিকিৎসক মেহেদী হাসান লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।