
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা (১৯) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে মোমিন ওরফে মিন্টু (২৭), সাইদ মাসুম ওরফে বাবু (২২) এবং নাজবুল হক (২০) রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেপ্তার হয়েছেন। র্যাবের অভিযানে সোমবার রাত সাড়ে তিনটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মোমিন ও সাইদ মাসুম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়ার মো. সেনাউল হকের ছেলে এবং নাজবুল হক উত্তর কানাপাড়ার কালাম মিয়ার ছেলে।
র্যাব জানায়, রাজশাহীর আমতলা খাসমহল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে সোহেল রানা চার বছর আগে পরিবারের সঙ্গে রাগ করে অবৈধ পথে ভারত চলে যান এবং সেখানেই বসবাস করছিলেন। দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর গত ১৮ অক্টোবর সোহেল তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানান, তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু ২১ অক্টোবর সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোনে জানানো হয়, সোহেল রানার রক্তাক্ত মরদেহ শেরপুরের নালিতাবাড়ীর হাতিটিলা পাহাড়ে পড়ে আছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে। নিহত সোহেলের স্বজনরা মরদেহ শনাক্ত করেন এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এবং র্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের যৌথ অভিযানে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানির কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান অপরাধ নির্মূলে অব্যাহত থাকবে।