Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ

February 01, 2023 06:07:41 PM   দেশজুড়ে ডেস্ক
গুরুদাসপুরে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুই শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী প্রামাণিকের সভাপতিত্বে নাজিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিদ্দিকুর রহমান পাটোয়ারী দুস্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক রবিউল ইসলাম , নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোল্লা সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।