
জামাল কাড়াল:
বরিশালের গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আওয়ামিলীগ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল হালিম, গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল, গৌরনদী মডেল থানার এস আই মোঃ শহিদুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধিরা।