
গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমুখ, অফিসার ইনচার্জের পক্ষে আব্দুল মালিক (ওসি তদন্ত), সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আলাল, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা প্রকৌশলী অসিত বরন দেব, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুকন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি ও বে-সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের সচিবগণ।
সভায় চোরাচালান, মাদক দ্রব্য, জুয়াখেলা, চুরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা এবং সংকট পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়াও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।