
ময়মনসিংহ গৌরীপুরের রামগোপালপুর ধুরুয়া বাজারে মেসার্স সারা মনি এন্টারপ্রাইজ নামে একটি আধুনিক ইলেকট্রিক পণ্যের ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন হোম সার্ভিসিং সহ ক্রয় বিক্রয় দোকানের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি হাবিবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন। এ সময় "মেসার্স সারা-মনি এন্টারপ্রাইজ" এর প্রোপ্রাইটর মো. লালন মিয়া বিশিষ্টজনদের নিয়ে ইফতার ও দোকানের সার্বিক উন্নয়নে দোয়ায় অংশগ্রহণ করেন।
তিনি বলেন আমি সকলের পণ্যের সঠিক মেরামত করব এবং সঠিক মূল্য নিবো। আমার এই প্রতিষ্ঠানটির দ্বারা কেউ কখনো ঠকবেন না। বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে বিক্রি করবে। তিনি আরো বলেন, সব ধরনের ইলেকট্রিক সামগ্রীর সঠিক মেরামত এবং বিক্রয় পণ্যগুলোর গুণগত মানের দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। কোন পণ্যের মানের ব্যাপারে আমরা আপস করব না। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে পণ্য সরবরাহ করার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন ধুরুয়া বাজারের সভাপতি সুসেন হাজী, সাবেক মেম্বার মো. সোহাগ মিয়া, ৭ নং রাম গোপালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি বুলবুল আহমেদ, ধুরুয়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রিপন, ফজল, রফিক ও বাচ্চুসহ প্রমুখ।