Date: April 30, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / গরীব-অসহায় মানুষের আশ্রয়স্থল ফেনীর পৌর মেয়র স্বপন মিয়াজী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গরীব-অসহায় মানুষের আশ্রয়স্থল ফেনীর পৌর মেয়র স্বপন মিয়াজী

April 06, 2024 12:33:43 PM   জেলা প্রতিনিধি
গরীব-অসহায় মানুষের আশ্রয়স্থল ফেনীর পৌর মেয়র স্বপন মিয়াজী

ফেনী সংবাদদাতা:
পবিত্র রমজান মাস, ফেনী মহিপালে হাইওয়েতে  ঠিক ইফতারের আগ মুহূর্তে রোজদারীদের জন্য একজন ব্যাক্তিকে ইফতারির প্যাকেট নিয়ে দৌড়াতে দেখবেন এই বাস থেকে ঐ বাসে ট্রাক থেকে লরি।  তিনি আর কেউ নন তিনি ফেনীর জনপ্রিয় ব্যক্তি, ফেনী শহরের সৌন্দর্যের রূপকার, গরিব অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল ফেনী পৌরবাসীর ভালোবাসার প্রতীক ফেনী পৌর মেয়র জননন্দিত স্বপন মিয়াজী।

ফেনীর পৌরসভার এমন কোন গলি মহল্লা নেই যেখানে হোক গভীর রাত, না হয় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে  শহরবাসীর দুঃখ দুর্দশা,  ড্রেন রাস্তা কালভাের অবস্থা দেখতে প্রতিনিয়ত ছুটে গিয়েছেন ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজী। দৈনিক দেশেরপত্রকে তেমনি বললেন শহরের একাডেমির বনানী পাড়ার এক বাসিন্দা।

আরেক জন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, স্টার লাইন বাসে গভীর রাতে ঢাকা থেকে ফেনী এসে রিকশা যোগে বাসায় ফেরার পথে দেখলাম গভীর রাত মেয়র শহরের রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখছেন পৌর পরিচ্ছন্ন কর্মীরা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিক ভাবে করেছেন কিনা। শহরের ল্যাম্পপোস্টের লাইট গুলো ঠিকমতো জ্বলছে  কিনা? কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা।  পৌরসভার এক পরিচ্ছন্ন কর্মী বলেন প্রতিদিন পৌরসভার বারিন্দায় গরিব অসহায় পৌরসভার  পরিচ্ছন্ন কর্মীদের জন্য  ইফতারের সু-ব্যবস্থা করেছেন  পৌর মেয়র স্বপন মিয়াজী।

এক গৃহকর্মী বলেন, যখন বাজারে গরুর গোস্তো ছড়া দাম কেনার সমর্থ্য নেই মধ্যবিত্তের তখন জনপ্রিয় মেয়র স্বপন মিয়াজী নিজ উদ্যোগে ফেনী পিটিআই মাঠে ৬৬৫ টাকা দরে গরুর গোস্তো বিক্রির সিদ্ধান্ত নেন এতে অনেক সস্তা দামে গরুর গোস্তো আমরা পেয়েছি। শহরের সৌন্দর্য বৃদ্ধিকরণে পৌর মেয়র স্বপন মিয়াজীর তুলনা নেই বললেই চলে। ডিলেডালা অন্ধকার একটি শহরকে আজ আলোকিত শহরে রূপান্তরিত করেছেন। সৌন্দর্য বৃদ্ধি করণে শহরের বিভিন্ন পয়েন্টে দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরো দেশে।

জানা যায়, কয়েকদিন আগে শহরের মিজান রোডের পশ্চিম প্রান্তে পৌরসভার নিজ উদ্যোগে মেয়র স্বপন মিয়াজির পরিকল্পনায়  আল্লাহর ৯৯ নাম দিয়ে বিশাল শান্তি চত্বর ভাস্কার্য নির্মাণ করেন। যা বাংলাদেশের আর কোথাও নাই। পুরো দেশের মিডিয়া কাভারেজ করেছে। জলাবদ্ধতা দূরীকরণে শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নতিকরণকল্পে মেয়র যথেষ্ট ভূমিকা পালন করেন আজ শহরের জালাবদ্ধতা অনেক কমে গেছে নাই বললেও চলে।  তবে শহরের যানজট নিরসন, লাইসেন্সবিহীন সিএনজি, ফুটপাত মুক্ত করনে  পৌর মেয়রকে আরো কঠোর ভুমিকা নিতে হবে হবে বলে মনে করেন ফেনী বাসী।