Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গুলিস্তান পাতাল মার্কেট অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা : ফায়ার সার্ভিস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গুলিস্তান পাতাল মার্কেট অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা : ফায়ার সার্ভিস

April 14, 2023 02:38:19 AM   দেশজুড়ে ডেস্ক
গুলিস্তান পাতাল মার্কেট অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা : ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। পরিদর্শন শেষে সংস্থাটি জানায়, গুলিস্তান পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে রয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি অ্যাসেসমেন্টের উদ্দেশে গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি টিম। পরিদর্শন শেষে সংস্থাটির ঢাকা জোন-১ প্রধান মো. বজলুর রশিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনও উৎস নেই। আগুন লাগলে সেখানে নেই পানি পৌঁছানোর ব্যবস্থা। যেখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম (ডিটেক্টর) নেই। ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর। সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা একেবারে অকার্যকর। সিঁড়ি ছোট ও সরু। সেখানেও বসেছে দোকান।’

দুই বছর আগেও এই মার্কেট পরিদর্শন শেষে একই ধরনের প্রতিবেদন দাখিল করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু সেই প্রতিবেদন আমলে নেওয়া হয়নি, কোনও পদক্ষেপই নেওয়া হয়নি বলে জানান বজলুর রশিদ।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘গত এক মাসে আমার নিয়ন্ত্রণাধীন ঢাকা জোন-১ এলাকায় মার্কেটসহ বহুতল ভবন পরিদর্শন করেছি। এরমধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ পেয়েছি। ৯টি পেয়েছি অতি অগ্নিঝুঁকিপূর্ণ। আমরা রিপোর্টের কপি দিয়ে আসছি। আজকের পরিদর্শনের প্রতিবেদন সদর দফতরে দাখিল করা হবে।’