Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর চৌরাস্তায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পরিমাণ পানি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুর চৌরাস্তায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পরিমাণ পানি

July 27, 2022 04:53:16 AM  
গাজীপুর চৌরাস্তায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পরিমাণ পানি

গাজীপুর প্রতিনিধি:
হালকা বৃষ্টিতেই গাজীপুর শহরের চৌরাস্তা এলাকার বিভিন্ন পাকা রাস্তায় জমেযায় হাটু পরিমাণ পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

গত মঙ্গলবারের টানা একঘন্টার হালকা বৃষ্টিতে মহানগরের ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় হাঁটু পরিমাণ পানি দেখতে পাওয়া যায়। ওই ওয়ার্ডের রাস্তাগুলো ঘুরে দেখাযায়, চলাচলকারীরা হাটু পরিমাণ পানি উপর দিয়ে চলাচল করছে। রাস্তায় পাশে পার্কিং করে রাখা যানবাহনগুলোও অর্ধডুবে রয়েছে। রাস্তায় পাশে বিভিন্ন দোকানে পানি উঠতে দেখাযায়। স্থানীয়রা বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করা হলে, কোটি টাকা ব্যয়ে নবনির্মিত রাস্তা অল্প সময়েই নষ্ট হয়ে যাবে।

এসব রাস্তায় নিয়মিত চলাচলকারী হারেস নামে একজন জানান, অল্প বৃষ্টি হলেই চৌরাস্তা এলাকা পানিতে তলিয়ে যায়। মহল্লার রাস্তার পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোন উপায় না থাকায় ময়লা পানিতে চলাচল করতে হয়।

একজন স্কুল শিক্ষার্থী জানান, সামান্য বৃষ্টি হলেই চৌরাস্তার আউটপাড়া এলাকায় পানি জমাট বাঁধে। রাস্তায় জমে থাকা পানির মধ্যে দিয়েই স্কুলে আসতে হয়। অনেক সময় জামা-কাপড় পানিতে ভিজে নষ্ট হয়েযায়। ভেজা পোশাক নিয়েই ক্লাস করতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, চৌরাস্তায় এলাকায় লক্ষ মানুষের বসবাস। কর্মসংস্থানের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। তাদের চলাচলে সুপেয় রাস্তা তৈরি করা স্থানীয়দের মানবিক দায়িত্বের একাংশ। গত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা-ঘাট তৈরিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। তবে সামান্য বৃষ্টিতে এসব রাস্তাগুলোতে পানি জলাবদ্ধতার বিষয়টিও চোখে পড়ার মতো। বৃষ্টির দিনে, পানি জমাটবদ্ধ রাস্তায় চলাচল খুবই দুর্বিষহ। রাস্তার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসা বলেন, পানিতে ড্রেন ডুবে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নিয়নিম এসব ড্রেন পরিষ্কারের কাজ চলছে। ওয়ার্ডের অনেক স্থানে আমার নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কারের কাজ করে যাচ্ছি।  লিখিত ভাবে সিটি কর্পোরেশনকে বিষয়টি জানিয়েছি। শুধু এ ওয়ার্ডেই নয়, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের অনেক রাস্তা বৃষ্টির পানিতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়।