Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ছিনতাইকালে গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ছিনতাইকালে গ্রেফতার ২

July 18, 2022 03:17:39 AM  
গাজীপুরে ছিনতাইকালে গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে এক গার্মেন্টস কর্মীর গলায় খুর ও কাচি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে, গাজীপুর মেট্রোপলিটন(জিএমপি)'র কাশিমপুর থানা পুলিশ।

আজ রবিবার  ভোরে রুবেল নামক এক গার্মেন্টস কর্মী ঈদের ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফেরার সময় কাশিমপুর থানাধীন, চক্রবর্তী নামক স্থানে বাস থেকে নামলে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ ঘটনায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন- চাঁদপুর জেলার রফিকের ছেলে রিপন(২৬) ও নওগাঁ জেলার গোলাম হোসেনের ছেলে রাজু(২৪)।

পুলিশ জানায়, গার্মেন্টস কর্মী রুবেল মন্ডল কাশিমপুরের চক্রবর্তী এলাকায় বাস থেকে নামা মাত্রই ছিনতাইকারীরা তার গলায় খুর ও কাচি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতানাতে তাদের গ্রেফতার করে পুলিশ। ছিনতাইকারী মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায়, কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।