
গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে নলজানী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৮ অক্টোবর) রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৫২) নলজানী মধ্যেপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও জয়দেবপুর থানা সূত্রে জানা গেছে, চাচাতো ভাইদের সাথে নিহত জলিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ওই জেরে তাকে চাচাতো ভাইয়েরা পিটিয়ে আহত করে ফেলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘেরবাজার এলাকার কাজী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।