Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরের ভোগড়ায় মাদক বহনকালে আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরের ভোগড়ায় মাদক বহনকালে আটক ২

July 03, 2022 07:27:50 AM  
গাজীপুরের ভোগড়ায় মাদক বহনকালে আটক ২

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরে একশ’ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানাধীন ভোগড়া এলাকা থেকে তাদের আটক করে বাসন থানা পুলিশ।

আটককৃতরা হলো- কুষ্টিয়ার দৌলতপুর থানার কুলদিয়ার গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. রুবেল (২৮) ও গাইবান্ধার পলিমারি গ্রামের মফেছ মিয়ার ছেলে মো. মাজেদ (২৫)। তারা দু’জনেই জিএমপি’র বাসন থানাধীন ভোগড়া এলাকার ৭১ গলি আমিনের বাসার ভাড়াটিয়া।

বাসন থানার উপ-পরিদর্শক মো. মতিউজ্জামান জানান, মাদক বহনকালে ভোগড়া এলাকার আব্দুল মজিদ স্কুলের সামনে থেকে একশ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, তারা নিয়মিত এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।