
গাবতলী সংবাদদাতা, বগুড়া:
বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত হলেন উপজেলায় কর্মরত ৪ সাংবাদিক। গত শনিবার বিকালে গাবতলী প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রায়হান রানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সাব্বির হাসান, সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, বর্তমান যুগ্ম সম্পাদক ইসলাম রফিক, কোষাধ্যক্ষ ওয়ায়েজ রেজা, নির্বাহী সদস্য আব্দুল করিম আকন্দ, জাহাঙ্গীর আলম লাকি, আমীমুল এহসান শামীম, নাছের মাহমুদ মানিক, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ রেজাউল বারী প্রমুখ।
এছাড়াও ১৫ই আগষ্ট শোক দিবস উপলক্ষে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে ছামিউল ইসলাম শামীম (আনন্দ টিভি), আরিফুর রহমান বয়েল (দৈনিক মুক্তবার্তা), তোয়াব রহমান (চ্যানেল এস), আতোয়ার রহমান বিপ্লব (দৈনিক দেশেরপত্র) কে সাধারণ সদস্য পদ প্রদান করা হয়।