
গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে শনিবার গাবতলী উপজেলা কৃষকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও শোক র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল মিয়া বিএসসি।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুল ইসলাম নয়ন, সদস্য সচিব মানিক সরকার সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম।