Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর

July 22, 2022 07:30:36 AM  
গাবতলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর

গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
গাবতলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬হাজার ২’শ ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন শেষে বগুড়া গাবতলীতে উপজেলা পরিষদ হলরুমে ৩০টি পরিবারের মাঝে জমিসহ বাসগৃহের চাবি হস্তান্তর করেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ (সার্বিক) । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, এসিল্যান্ড মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু,উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূইয়া, ডিজিএম (পল্লি বিদ্যুৎ)ফাতেমা খাতুন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, মজিবর রহমান আলতাব, শহীদুল কবির টনি,রোকন তালুকদারসহ সাংবাদিক বৃন্দ ও সুফলভোগী পরিবার।