Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / গোবিন্দ চাতল বিলে মুগ্ধতা ছড়াচ্ছে গোলাপী জল পদ্ম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গোবিন্দ চাতল বিলে মুগ্ধতা ছড়াচ্ছে গোলাপী জল পদ্ম

August 24, 2022 09:33:05 AM  
গোবিন্দ চাতল বিলে মুগ্ধতা ছড়াচ্ছে গোলাপী জল পদ্ম

নেত্রকোনা সংবাদদাতা:
পানির ওপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার ওপর লাল সাদা পদ্ম। অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত একেকটি পদ্ম যেমন সুগন্ধি ছড়ায়, তেমনি যেকোনো মানুষের হৃদয় কাড়ে সহজেই। এই অপরূপ সৌন্দর্য্য নিয়ে সাড়া ফেলেছে নেত্রকোনা সদরের শ্রীদরপুর গ্রামের দক্ষিণ পাশের গোবিন্দ চাতল বিলের গোলাপি পদ্ম।

সরেজমিন নেত্রকোনার সদর উপজেলায় শ্রীদরপুর গ্রামের দক্ষিণ পাশের গোবিন্দ চাতল বিলে দেখা যায় পতিত জমিতে গোলাপি পদ্ম ফুল ফুটে আছে। পদ্মের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন। দলবেঁধে ঘুরে বেড়াচ্ছেন বিলে। দেখতে আসা দর্শনার্থীরা নিজেদের ইচ্ছামতো স্মৃতিটুকু ধরে রাখতে ক্যামেরাবন্দি হচ্ছেন। তাই হয়তো পদ্ম কাটার যন্ত্রণা ও এর স্পর্শ থেকে আটকে রাখতে পারে না যেকোনো বয়সের মানুষকে।

ঘুরতে আসা সুনীল জানান, গোবিন্দ চাতল বিলে ফুটে থাকা গোলাপী জল পদ্মের সৌন্দর্য মুহুর্তেই বাকরূদ্ধ করে দেওয়ার মতো। সৌন্দর্য আর পবিত্রতার প্রতীক পদ্ম ফুল প্রতিবছর বর্ষার শেষে প্রাকৃতিকভাবে ফুটতে শুরু করে এই বিলে। গোলাপি আভায় মুগ্ধতা ছড়াচ্ছে চতুর্দিকে। এমন চোখ জুড়ানো দৃশ্য দেখে মনে হয় দেবী স্বয়ং গোলাপি চাদর বিছিয়ে আসন পেতে বসে আছে আর হাতছানি দিয়ে ডাকছে।

ঘুরতে আসা দর্শনার্থী মিতু বলেন, হঠাৎ ঘুরতে এসে গোবিন্দ চাতল বিলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। স্থানীয়দের কাছে শুনেছি এখানে নাকি অনেক আগে থেকেই প্রকৃতিকভাবে পদ্ম ফুল ফুটে থাকে। তেমন জানা ছিলো না তাই মানুষ তেমন দেখতে আসতো না। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানুষ জানতে পেরেছে প্রতিদিন অনেক লোক দেখতে আসে। আমরাও কয়কজন বন্ধু বিল এই পদ্ম ফুল দেখতে এসেছি। বিলের দৃশ্য সত্যি অত্যন্ত চমৎকার।

এলাকাবাসী বলেন, পদ্মফুল দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসেন। ছোট এক বাচ্চা মেয়ে দর্শনার্থী বলেন, আমি এখানে এসে অনেক ঘুরেছি। আমার অনেক ভালো লাগছে এই পদ্মফুল দেখে।

অন্য দর্শনার্থীরা বলেন, অনেক নাম শুনেছি কিন্তু কখনও আসা হয় নাই। আজ আসছি অনেক ভালো লাগছে। স্থানীয় অনেকেই পদ্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এছাড়া দর্শনার্থীদের নৌকায় ঘুরিয়েও আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে জানান মাঝিরা। দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।