
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।