Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওর থানায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওর থানায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

February 12, 2025 06:47:57 PM   জেলা প্রতিনিধি
ঘিওর থানায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে ডিউটিরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটের দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত থানার অফিস গেটে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও চিকিৎসকরা জানান, রফিকুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। হঠাৎ তার রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় তার মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “থানায় দায়িত্ব পালনকালে রাত ৮টা ১০ মিনিটের দিকে ডায়াবেটিসজনিত কারণে রফিকুল ইসলাম মারা যান। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”