
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের বাড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় ইফতার বিতরণ করা হয়।
এর আগে সকাল থেকেই খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা, উপজেলা, তৃণমূল ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ জিন্নাহ কবিরের পক্ষ থেকে এবং বিভিন্ন উপজেলা ও জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।