
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের ক্রস ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নেয়ামত শাহ্ পরিবহন ও গ্লাসবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবহনের চালক আহত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই চালককে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন জব্দ করে পুলিশ লাইনে পাঠিয়েছে।