
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে বড়টিয়া ইউনিয়নের করজনা এলাকায় এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৫(১) ও ১৫(১) ধারায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, পুখুরিয়া বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৩৮ ধারায় দুই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জানান, বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় টপসয়েল কাটার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কাটা রোধে অভিযান অব্যাহত থাকবে।