
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জিয়াউল হক জিয়ার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ডিআরআরএ ২০০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলার ডিআরআরএ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা ডালিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ জিয়াউল হক জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ডিআরআরএ এর সহকারী ফিজিওথেরাপিস্ট মোঃ সোহেল রানা, সুরজিৎ কুমার পাল, কমিউনিটি ওয়ার্কার মোঃ আসাদ প্রমুখ।