Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঘরে ফেরা হলো না আছিয়ার, ধান খেতে মিলল লাশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘরে ফেরা হলো না আছিয়ার, ধান খেতে মিলল লাশ

April 11, 2025 07:07:51 PM   উপজেলা প্রতিনিধি
ঘরে ফেরা হলো না আছিয়ার, ধান খেতে মিলল লাশ

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধানখেত থেকে আছিয়া খাতুন (৭০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। আছিয়া খাতুনের স্বামী জীবিত নেই। সংসার জীবনে তাঁর কোনো সন্তান হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরিশিরির শিরবির গ্রামের বোনের বাড়িতে থাকতেন আছিয়া। তিনি দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। কখনও রাতের বেলায় বাড়িতে ফিরতেন, কখনও ফিরতেন না। তবে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাখিনাইল চৌরাস্তায় স্থানীয় লোকজন তাঁকে ঘুরাফেরা করতে দেখেন। কিন্তু ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ওই এলাকার পাশে একটি ধানখেতে পড়ে থাকা তাঁর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্থানীয় লোকজন ও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিক অসুস্থ ছিলেন। মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।