Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে গরু বোঝাই ট্রলার ডুবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে গরু বোঝাই ট্রলার ডুবি

July 08, 2022 05:39:55 AM  
ঘিওরে গরু বোঝাই ট্রলার ডুবি

আল মামুন, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতি নদীতে (৭ জুলাই ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ২৭ টি গরু বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে বেপারী, মালিক ও মাঝিরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ট্রলারে থাকা ২৭টি গরুর মধ্যে ২০ টিকে জীবিত ও ৭টি মৃত উদ্ধার হয়েছে। ট্রলারটি নদীতে সনাক্ত করা গেলেও উদ্ধার করা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘিওর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘিওর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দৌলতপুর উপজেলার কল্যাণপুর থেকে ২৭ টি গরু নিয়ে কয়েকজন বেপারী ট্রলারযোগে ঢাকার গাবতলী যাচ্ছিল। ঘিওর গরু হাট এলাকায় একটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে ডুবে যায়। এতে ট্রলারে থাকা গরুর বেপারীরা সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছে। এছাড়া ২০ টি গরুও সাঁতরিয়ে তীরে উঠে। এসম ৭ টি মৃত গরু আমরা উদ্ধার করেছি। ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।