
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওরে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মগত বার্ষিকী উপলক্ষে ঘিওর উপজেলা এডিপির আওতায় ১৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
রবিবার (৩ জুন ) দুপুরে ঘিওর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হল রুমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহমেদ শামীম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন সজল প্রমুখ।