
ভ্রাম্যমাণ সংবাদদাতা, মানিকগঞ্জ:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র্যালি শুরু হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে অংশ নেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু, যুগ্ম সম্পাদক আতোয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীম, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, শ্রমিকলীগ সভাপতি মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।
এতে আরও অংশ নেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, ঘিওর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক, সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা।
র্যালিতে এ সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।