Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

July 15, 2022 04:22:49 AM  
ঘিওরে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

আল মামুন, মানিকগঞ্জ:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঘিওর উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘিওর কেন্দ্রীয় কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট শচীন্দ্রনাথ মিত্রের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত কুমার শীল (গোবিন্দ) এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা।

এসময় আরো উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অর্নিবান পাল, সদস্য রমাকান্ত চক্রবর্তী, ঘিওর উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অজয় রায়, নাট মন্দিরের সভাপতি রাম চন্দ্র সাহা, লোকনাথ মন্দিরের সভাপতি নিরঞ্জন সাহা, অধ্যাপক নিতাই ঘোষ, প্রশান্ত সরকার, রাম প্রসাদ সরকার দিপু প্রমুখ।

সভায় উপজেলার সাতটি ইউনিয়ন ভিত্তিক মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ প্রায় শতাধিক সনাতন হিন্দু ধর্মাবলম্বীগন উপস্থিত ছিলেন।