
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওরে প্রগতি সমাজ কল্যাণ যুব ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হামিদুর রহমান ।
এ সময় প্রগতি সমাজ কল্যাণ যুব ফাউন্ডেশনের সভাপতি মো. শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এমরান হোসেন, সমাজসেবা অফিসার আব্দুল মান্নান, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ রামপ্রসাদ সরকার দিপ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শফি আলম, ফাউন্ডেশনের সহ-সভাপতি শহীদুর রহমান টিপু, প্রচার সম্পাদ মোঃ রাকিব মিয়া, সদস্য তুহিন,আসিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
ফাউন্ডেশন এর সভাপতি শরিফুল ইসলাম বলেন, এ ফাউন্ডেশনটি অসহায়দের সাহায্য, বিনামূল্যে শিক্ষা কর্মসূচি, বাল্যবিবাহ ,মাদক বিরোধী প্রচারণা, বৃক্ষরোপণসহ সামাজিক উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনটির এ পথ চলায় সামাজিক উন্নয়নে প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।