
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে বানিয়াজুরী ইউনিয়নের জাবরা শহীদ স্মরণীকা উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে জাবরা খালা পাগলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোমিন খান, মুক্তিযোদ্ধা মো: ময়নুল হক, শিক্ষক আবুল কালাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আপন প্রমুখ। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন, মো: আজিম, মোঃ শামীম মিয়া, দ্বীপ সিকদার, আশিকুর আহমেদ রুবেল, বাবু পরান রাজবংশী প্রমুখ।
উদ্বোধনী খেলায় বরংখোলা সেভেন স্টার ১-০ গোলে মানিকগঞ্জ একরাম স্মৃতি সংসদকে পরাজিত করে। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিয়েছে।