
আল মামুন, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওরে এক রিকশা চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত দশটার দিকে ঘিওর-বরংগাইল সড়কের গোলাপ নগর হেলিপ্যাড এলাকার নির্জন স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ময়না তদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ঘিওর ইউনিয়নের ঘিওর পূর্বপাড়া এলাকার গদা শেখের পুত্র দুধু শেখ ( ৫৫ ) প্রতিদিনের মত দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেন নি।
নিহতের স্ত্রী রাফেজা সাংবাদিকদের কাছে তার স্বামীর হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলোক শাস্তি দাবি করেন।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে তাকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে নিহতের ছোট ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।