Date: April 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরের শান্ত বাবুর দাম হাকাচ্ছেন ৪ লাখ ১০ হাজার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরের শান্ত বাবুর দাম হাকাচ্ছেন ৪ লাখ ১০ হাজার

July 03, 2022 06:39:45 AM  
ঘিওরের শান্ত বাবুর দাম হাকাচ্ছেন ৪ লাখ ১০ হাজার

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শাইলকাই গ্রামে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ১০ মণ ওজনের একটি ষাঁড় প্রস্তুত করেছেন খামারি মোঃ রিপন খান। তিনি গরুটির জন্য ৪ লাখ দশ হাজার টাকা দাম হাঁকাচ্ছেন। আড়াই বছর ধরে সিন্দি জাতের ষাঁড়টি লালন-পালন করছেন তিনি।

রিপন খান জানান, শান্ত বাবুর খাবার মেন্যুতে আমরা প্রতিদিনই ‘খড়, ভুসি, ভুট্টা ও পানি পরিবেশন করে থাকি। দিনে কয়েকবার গোসল করাতে হয়। স্বাস্থ্যের দিক চিন্তা করে তিনটি ফ্যান সবসময় চালু রাখা হয়েছে। শান্ত বাবুর বড় আকার ও বেশি ওজন হওয়ায় পরিবারের সবার সম্মতিতে তার নাম দিয়েছি শান্ত বাবু।

ষাঁড়টি দেখতে প্রতিদিন মানুষ আসছেন রিপন খানের বাড়িতে। কেউ সেলফিসহ ছবি তুলে আপলোড দিচ্ছেন ফেসবুকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফাইজুর রহমান আকন্দ জানান, সিন্দি জাতের ষাঁড়টি আমি দেখেছি। আমি আমার কার্যালয় থেকে লোক পাঠিয়েছি ষাঁড়টির সঠিক পরিমাপ করার জন্য। রিপন খানের মতো উপজেলায় অনেকেই বড় বড় ষাঁড় লালন-পালন এবং ঈদুল আজহায় বিক্রি করে থাকেন।