Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরের সিংজুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিবাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

ঘিওরের সিংজুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিবাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

June 30, 2022 05:27:13 AM  
ঘিওরের সিংজুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিবাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবিভাবক (ম্যানেজিং) কমিটির নির্বাচন বুধবার (২৯ জুন) সকাল ১০ দশটা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে।

চারজন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচনসহ একজন মহিলা সদস্য এতে নির্বাচিত হন।

মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। এতে নির্বাচিতরা হলো মো. মোশারফ হোসেন, মোঃ সোলায়মান, মোঃ শাহজাহান, মোঃ আঃ জব্বার ও আয়শা বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৫৩৯ জন।

নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সরকারসহ সকল শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।