Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

March 13, 2025 11:06:10 PM   উপজেলা প্রতিনিধি
চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীতে দশ লাখ টাকার চেক ছিনতাই ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রূপালী ইয়াসমিন রূপা নামে এক বিধবা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রূপালী ইয়াসমিন রূপা জানান, প্রায় এক বছর আগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার ও তার স্বামী, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল, বাড়ি নির্মাণের জন্য তিনশ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে এবং চেক প্রদান করে তার কাছ থেকে দশ লাখ টাকা ঋণ নেন। তবে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।

তিনি অভিযোগ করেন, গত ৬ মার্চ শেরপুরে মামলার শুনানির জন্য যাওয়ার পথে বালুঘাটা চুয়া ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার চলন্ত সিএনজি থামিয়ে জোরপূর্বক চেক ও মামলার কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে তিনি নালিতাবাড়ী থানায় এবং আদালতে বিষয়টি অবহিত করেন।

ভুক্তভোগীর ভাষ্যমতে, সেদিন বিকেলে নালিতাবাড়ী শহরের শুঁটকি মহলে অভিযুক্ত রুকুনুজ্জামান জুয়েলকে দেখতে পেয়ে তিনি ও তার দুলাভাই চেক ফেরতের অনুরোধ করেন। এ সময় উৎসুক জনতা ছিনতাইকারী ভেবে তাকে গণধোলাই দেয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে জুয়েল লিখিতভাবে চেক ফেরতের প্রতিশ্রুতি দিয়ে চলে যান।

তবে, ১০ মার্চ চেক ফেরত না পেয়ে রূপালী ইয়াসমিন রূপা পুনরায় আদালতে যান। কিন্তু এর পরদিন ১১ মার্চ, নাজমুন নাহার উল্টো রূপালী ইয়াসমিন রূপা, তার ভগ্নিপতি তোফাজ্জল এবং কর্মস্থলের মালিক মুঞ্জুরুল আহসানের বিরুদ্ধে মামলা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পাওনা টাকা ও চেক ফেরতের দাবি জানান এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত রুকুনুজ্জামান জুয়েল জানান, তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে ফিরে এ বিষয়ে বক্তব্য দেবেন বলে জানান তিনি।