Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিকিৎসার জন্য সাহায্যের আবেদন হাবিপ্রবি শিক্ষার্থী রিসাত বাবু’র - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিকিৎসার জন্য সাহায্যের আবেদন হাবিপ্রবি শিক্ষার্থী রিসাত বাবু’র

February 16, 2025 03:33:32 PM   দেশজুড়ে ডেস্ক
চিকিৎসার জন্য সাহায্যের আবেদন হাবিপ্রবি শিক্ষার্থী রিসাত বাবু’র

জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি দাড়িয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী রিসাত বাবু সবুজ। তিনি জয়পুরহাট শহরের রহমতপুর এলাকার মনসুর রহমানের ছেলে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী। এক বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রিসাত। দুর্ঘটনাটি তার জীবনে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে।

তার সহপাঠী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এক বছর আগে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় রিসাতের মাথায় মারাত্মক আঘাত লাগে, যা ব্রেন হ্যামোরেজের কারণ হয়। এছাড়া তার হাত ও পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে, তার হাতের ব্রাকিয়াল প্লেক্সাস (Brachial Plexus) সমস্যার জন্য দেশে একবার অপারেশন করা হয়েছে। তবে তার পায়ের অবস্থা এখনো সংকটজনক। বর্তমানে তিনি হাঁটতে পারছেন না, কারণ তার পা একদম ভাজ হয় না। এ সমস্যা সমাধানে কোয়াড্রিসেপ ম্যাসল লেনধি অপারেশন এবং ফুটড্রপ অপারেশন করা প্রয়োজন, যা বাংলাদেশে সম্ভব নয়। এ জন্য তাকে ভারতে যেতে হবে, যেখানে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা।

পরিবার ও সহপাঠীরা জানায়, রিসাত বাবুর চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, বড় ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রায় ১৪ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। পরিবার থেকেও যথাসাধ্য সাহায্য করা হয়েছে, তবে তারা আর কোনো সহায়তা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য রাখেন না।

রিসাত জানায়, বর্তমানে সে সম্পূর্ণভাবে শয্যাশায়ী। চিকিৎসা না হলে তিনি চলাফেরা করতে পারবেন না, ফলে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার স্বপ্নও অধরা থেকে যাবে। তিনি চান আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে, তার স্বপ্ন পূরণ করতে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার ভবিষ্যৎ আজ অনিশ্চিত।

রিসাতের সহপাঠী ও বন্ধুবান্ধবরা বলেন, তার চিকিৎসার জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। একত্রিত প্রচেষ্টা একটি জীবন বদলে দিতে পারে। আমরা যদি সবাই মিলে তার পাশে দাঁড়াই, তবে রিসাতের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং সে নতুন করে স্বপ্ন দেখতে পারবে। মানবতার খাতিরে এই তরুণের সুস্থতার জন্য তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রিসাত, তার পরিবার ও সহপাঠী ও বন্ধুবান্ধবরা। তাকে সাহায্যের জন্য তার ব্যক্তিগত নাম্বারে 01758-256055 যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।