
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর রাজারবাগ এলাকায় সংঘঠিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামী মূসা ডাকাতকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মোঃ মুসা (২৮) পটুয়াখালী সদরের টেংরাখালী গ্রামের গনি হাওলাদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামী একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে উক্ত সংঘবদ্ধ ডাকাত দল রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রæত পালিয়ে যেত বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।