Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামে চুরি হওয়া ২২ লক্ষ টাকার সিলিকন উদ্ধার, আটক ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রামে চুরি হওয়া ২২ লক্ষ টাকার সিলিকন উদ্ধার, আটক ৪

November 25, 2023 05:38:01 PM   স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে চুরি হওয়া ২২ লক্ষ টাকার সিলিকন উদ্ধার, আটক ৪

রাজু আহমেদ, চট্টগ্রাম:
চট্টগ্রামে চুরি হওয়া ২২ লক্ষ টাকার সিলিকন উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ১৩ই নভেম্বর বিকেলে পাহাড়তলী থানার সাগরিকা কোস্ট বাংলা অফিসের সামনে থেকে ২২ লক্ষ টাকার ৯ টন সিলিকন চুরি করে একটি সংঘবদ্ধ চোর চক্র। এ ব্যাপারে পাহাড়তলী থানায় মামলা করা হলে পুলিশ চোরচক্রকে গ্রেফতারে সচেষ্ট হয়। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরের কালুশা মাজার হতে চুরি হওয়া কাভার্ড ভ্যানটি উদ্ধার করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে চুরির কাজে ব্যবহৃত পিকআপ এর ড্রাইভার বাবুল মিয়াকে আটক করা হয়। বাবুল মিঞার দেওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানা এলাকা হতে অপর দুই আসামি মো. জাহাঙ্গীর এবং হালিশহর থানা এলাকা হতে মো. মামুনকে আটক করা হয়। আটক হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা হতে ৯ টন সিলিকনসহ মুহাম্মদ শামসুলকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মো. মাঈনুর রহমান বলেন, চোরচক্রটি দীর্ঘদিন থেকে চুরি এবং ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল। এ চুরির সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা তদন্ত চলছে, থাকলে তাদেরকেও আটক করা হবে।