Date: May 22, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামে টার্ফ দখল নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রামে টার্ফ দখল নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

September 21, 2024 10:34:09 AM   অনলাইন ডেস্ক
চট্টগ্রামে টার্ফ দখল নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় টার্ফের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী জুবায়ের উদ্দিন ওরফে বাবু (২৫) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও থানার পাটানিয়া গোদা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জুবায়ের মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ওরফে ছোট মোশাররফের পক্ষের লোক ছিলেন। সংঘর্ষটি বিএনপি নেতা আমিনের সমর্থকদের সঙ্গে হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত জুবায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও শুক্রবার রাত ১টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

টার্ফ হলো কৃত্রিম তন্তুর তৈরি একটি স্তর, যা মূলত ঘাসের বিকল্প হিসেবে বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়। এই ধরনের টার্ফের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এই সহিংসতার ঘটনা ঘটেছে।