
বাঁশখালি প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলু’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া অস্থায়ী কার্যালয় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান উপদেষ্টা খোশাল খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)'র চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মোহাম্মদ শহিদ।
এ সময় দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।