Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / চাঁদ রাতে আসছে শাহীন আলমের ‘বন্ধু আমার হইলিনা আপন’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদ রাতে আসছে শাহীন আলমের ‘বন্ধু আমার হইলিনা আপন’

June 27, 2023 09:51:43 PM   বিনোদন ডেস্ক
চাঁদ রাতে আসছে শাহীন আলমের ‘বন্ধু আমার হইলিনা আপন’

রূপালি জগৎ ডেস্ক: 
সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম “বন্ধু আমার হইলিনা আপন” ঈদের নতুন এই গানে কন্ঠ দিয়েছেন শিল্পী শাহীন আলম। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি উদীয়মান মডেল ইমা ইয়াসমিনের সাথে জুটি বেঁধে অভিনয়ও করেছেন তিনি।

মিউজিক্যাল ফিল্মটিতে গ্রামের একটি সাদামাটা প্রেম, প্রতিশ্রুতি ও বিশ্বাসঘাতকতার গল্প উঠে এসেছে। মুন্সিগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। চাঁদ রাত অর্থাৎ ঈদুল আজহার আগের দিন রাতে রিজভী ইয়ামিন নির্মিত এই মিউজিক্যাল ফিল্মটি ‘তাহি মিউজিক’ ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে হবে।

নির্মাতা রিজভী ইয়ামিন বলেন, ‘বন্ধু আমার হইলিনা আপন’ গানটি কন্ঠশিল্পী শাহীন আলম খুব দরদ দিয়ে গেয়েছেন। এই গানের মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ আমরা অনেক আগেই শেষ করেছি। আমার টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে একটি ভালো মিউজিক ভিডিও যাতে আমরা দর্শকদের উপহার দিতে পারি। আমি গানটি নিয়ে অনেক আশাবাদী। আশা করি দর্শকরা হতাশ হবেন না।

কন্ঠশিল্পী শাহীন আলম বলেন, দীর্ঘদিন পরে নতুন একটি মৌলিক গান করলাম। আমার লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন এমএ রহমান। আশা করি গানটি সকলের উপভোগ্য হবে।

মডেল ইমা ইয়াসমিন বলেন, প্রথমবারের মত ক্যামেরার সামনে দাঁড়ানো। অভিষেকে খুবই এক্সাইটেড ছিলাম। ডিরেক্টর রিজভী ইয়ামিন ভাই এবং তার টিমের সবাই আমাকে অনেক হেল্প করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই কাস্টিং ডিরেক্টর এসবি সোহেল ভাইকে। আমাকে এতো ভালো একটি প্রজেক্টে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আশাবাদী ‘বন্ধু আমার হইলিনা আপন’ মিউজিক্যাল ফিল্মটি দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে।