
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশ থেকে সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্যেশ্যে কেন্দ্রীয় নেতাদের জামায়াতের বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। শনিবার বিকেল ৩টায় চাঁদপুর হাসান স্কুল মাঠে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জমিন ইসলামের সঞ্চালনায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং জেলার যুবলীগ, ছাত্র লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ, তাঁতী লীগের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জামায়েত দুই হাজর তের চোদ্দ টনের সালের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, যে আগুন সন্ত্রাসবাদ সৃষ্টি করে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। সে একই ধারায় আজকেও জামায়েত বিএনপি জোট পথ সমাবেশের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যদি পূর্বের ন্যায় আবার দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তবে শক্ত হাতে প্রতিহত করবে আওয়ামী লীগ যুব লীগ, ছাত্রলীগের নিবেদিত প্রাণ নেতা কর্মীরা।
বিশেষ অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশ ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনা ও অহিংস চেতনায় স্বাধীন করা হয়েছিল। যেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের, মানুষ সমান অধিকার নিয়ে বসবাসের সাংবিধানিক অধিকার রয়েছে। সে দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠির উদ্ভব হতে পারে না। জঙ্গিবাদের উত্থান হতে পারে না। বাংলাদেশের আওয়ামী লীগ ম্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান একটি দল। যে দল সকল জাতির সকল গোষ্ঠীর অধিকার নিশ্চিত করার এক জ্বলন্ত উদাহরণ। কিন্তু একটি সাম্প্রদায়িক গোষ্ঠি, একটি উগ্রবাদী গোষ্ঠী এই শান্তির ধারাকে বাধাগ্রস্ত করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
বিএনপি জামায়েতকে উদ্দেশ্য করে সজিত রায় নন্দী বলেন, অতীতে এমন নৈরাজ্য সন্ত্রাসী কর্মকান্ড করে দেশকে বহির্বিশ্বে বাঙালি জাতীয়তা বোধের ভাবমূর্তি ক্ষুন্ন করা অপচেষ্টা চালিয়েছে, যা নতুন করে আবার নৈরাজ্য শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী সে সকল নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার আছেন এবং থাকবেন। তিনি আরও বলেন, একুশে আগস্টের গ্রেনেড বোমা হামলা, রমনা বটমূলে বোমা হামলা ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত বহু মানুষকে পেট্রোল বোমা হামলা করে পুড়িয়ে হত্যা করেছে। আজকে পথসভার নামে মিছিল মিটিংয়ের নামে সে জ্বালাও পোড়াও আবার শরু করেছে বিএনপি জামাত শিবির জোট। এসব আর চলতে দেয়া হবে না। তার জন্যেই আজকের শান্তি সমাবেশ করতে হয়েছে।
বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, শান্তিপূর্ণ দেশকে অশান্তিপূর্ণ করতে বিএনপি জামায়েত জোট নতুন করে পুরাতন কলাকৌশল শুরু করেছে। বক্তা নেতা কর্মীদের সজাগ ও সচেতন থাকতে আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখের চাঁদপুর পৌরসভার মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান কালু ভুইঁয়া, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আরশাদ মিয়াজী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপসহ অনান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে শান্তি সমাবেশ সমাপ্ত হয়।