Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / চীনের অর্থায়নে হাসপাতাল ও ৬ লেন সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চীনের অর্থায়নে হাসপাতাল ও ৬ লেন সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

April 22, 2025 07:22:07 PM   অনলাইন ডেস্ক
চীনের অর্থায়নে হাসপাতাল ও ৬ লেন সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি সংবাদদাতা: ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে ঝালকাঠির নলছিটিতে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নলছিটি বাসস্ট্যান্ডের চায়না কবরস্থানের সামনে সর্বস্তরের মানুষের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক আল আমীন হাওলাদার, বিডি ক্লিন সমন্বয়কারী মারজান, সমাজকর্মী বালী তূর্যসহ আরও অনেকে।

বক্তারা বলেন, চীনের এক ব্যবসায়ী বহু বছর আগে ব্যবসায়িক কাজে নলছিটিতে এসে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁকে নলছিটি চায়না মাঠসংলগ্ন স্থানে দাফন করা হয়। সেই কবরস্থান এখন ‘চায়না কবর’ নামে পরিচিত। ইতিহাস ও সম্প্রীতির এই নিদর্শনের কারণে নলছিটির জনগণ বিশ্বাস করেন- এখানে চীনের সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ সময়ের দাবি। কুমারখালীর মরগাঙ্গী এলাকায় সরকারের মালিকানাধীন প্রায় ১০০ একর খালি জমিতে অনায়াসেই এই হাসপাতাল নির্মাণ সম্ভব বলে জানান তারা।

মানববন্ধন শেষে এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের সংকীর্ণ মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন, ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে, এবং পদ্মা সেতুর সুফল দক্ষিণাঞ্চলের মানুষ পূর্ণভাবে পাচ্ছেন না। রাস্তাটি সরু হওয়ায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং ভাঙ্গা থেকে বরিশাল পৌঁছাতে সময় লাগে ৪ ঘণ্টারও বেশি। এতে সাধারণ যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রেও চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি নিরসনে দ্রুত ৬ লেনের মহাসড়ক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।