Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / চমক নিয়ে আসছে এবারের ঈদ 'ইত্যাদি' - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চমক নিয়ে আসছে এবারের ঈদ 'ইত্যাদি'

April 09, 2024 01:50:15 PM   বিনোদন ডেস্ক
চমক নিয়ে আসছে এবারের ঈদ 'ইত্যাদি'

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দ বাড়িয়ে দেবে হানিফ সংকেতের ইত্যাদি। এবার ঈদের ইত্যাদি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবার এ গানটি পরিবেশন করবেন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পীদের সঙ্গে এই প্রজন্মের প্রায় ৩৫ জন নজরুল সংগীত শিল্পী।


এছাড়াও নৃত্যে-ছন্দে-আনন্দে দুই শতাধিক শিক্ষার্থী একই রকম পোশাক ও রঙ-বেরঙের উপকরণ নিয়ে এই গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। এছাড়া এবারের ঈদের ইত্যাদিতে গাইবেন এই প্রজন্মের কজন জনপ্রিয় শিল্পী। ‘জীবনের সব সুখ’ শিরোনামে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।


‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে আর-একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুলের গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, তাহসান ও ফারিণের গানটির কথা লিখেছেন কবির বকুল। দু’টি গানেরই সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। এবারের ইত্যাদির ঈদ পর্বে দু’টি ভিন্ন বিষয় নিয়ে দু’টি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে। ‘ভাড়াটিয়া ও বাড়িওয়ালা’ শিরোনামে একটি মজাদার নাটিকায় অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির এবং অভিনেতা নাসির উদ্দিন খান।


এছাড়া নিয়মিত আয়োজনের পাশাপাশি নানা চমক থাকছে এবারের পর্বে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।