Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটি ফাজিল মাদ্রাসার মাঠে বিএনপির জনসভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটি ফাজিল মাদ্রাসার মাঠে বিএনপির জনসভা

October 14, 2024 08:30:44 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটি ফাজিল মাদ্রাসার মাঠে বিএনপির জনসভা

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ফাজিল মাদ্রাসা মাঠে রবিবার বিকেল ৩টায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় বিএনপির ছাত্রদল, যুবদল, তাঁতিদল সহ দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভার শুরুতে ৫ই আগস্টে প্রয়াত আবু সাইদ সহ বিএনপির বিভিন্ন নেতাদের স্মরণে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। জনসভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে দলের ঐক্য ধরে রেখে নেতাদের প্রতি সমর্থন জ্ঞাপন করে বিএনপিকে শক্তিশালী করতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

জনসভার সভাপতিত্ব করেন ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম কাজল। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম রাজু ও দেলোয়ার হোসেন।