Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটিতে বাদাম ক্ষেতে পানি দেওয়া নিয়ে ভাই-ভাই সংঘর্ষ, গুরুতর আহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটিতে বাদাম ক্ষেতে পানি দেওয়া নিয়ে ভাই-ভাই সংঘর্ষ, গুরুতর আহত ১

March 26, 2025 09:13:22 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটিতে বাদাম ক্ষেতে পানি দেওয়া নিয়ে ভাই-ভাই সংঘর্ষ, গুরুতর আহত ১

চিলাহাটি সংবাদদাতা:
নীলফামারীর চিলাহাটিতে বাদাম ক্ষেতে পানি দেওয়ার সিরিয়াল নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের এক ভাই গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ, ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জের দাসপাড়া এলাকায়। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বাদাম ক্ষেতে সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়া নিয়ে আফজাল মাস্টারের তিন ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ছেলে নয়ন ইসলাম (৩০) ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই আশরাফুল ইসলাম (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশরাফুল ইসলামকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।