
পাবনা সংবাদদাতা:
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রাম থেকে ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।
নিহত গৃহবধূ অমৃতকুন্ডা গ্রামের আরিফ হোসেনের স্ত্রী রুমানা খাতুন (২৫)। পরিবারের দাবি রুমানা খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুরে গৃহবধূ রুমানা পারিবারিক কলহের কারণে সবার অগোচরে নিজ শোবার ঘরের ডাবের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে তার স্বামী ও পরিবারের সদস্যরা দাবি করেন। খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। থানায় ইউডি মামলা হয়েছে।