
দুর্গাপূজা ও টানা চার দিনের সরকারি ছুটি উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ভিড় দেখা যাচ্ছে। এই সুযোগে পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে অনেকে কক্সবাজারে এসেছেন।
কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে ১০ থেকে ১৩ অক্টোবর সময়ের জন্য ৯০ শতাংশের বেশি রুম বুকিং হয়ে গেছে। পর্যটকদের আকৃষ্ট করতে প্রায় সব হোটেল ৪০-৪৫ শতাংশ ছাড় দিচ্ছে।
শুক্রবার কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড় দেখা গেছে। ঢাকা থেকে আসা শাহ জালাল জানান, “বিষয়টি দেখে মনে হচ্ছে, এটা বড় কোনো সমাবেশ।”
হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ বছর কক্সবাজারে রেকর্ড সংখ্যক পর্যটক আসবে।
বিশেষ ট্রেন চালু করা হয়েছে কক্সবাজার-ঢাকা রুটে, যাতে পর্যটকরা সুবিধা পেতে পারেন।