
জাবি সংবাদদাতা:
ছাত্রত্ব শেষের অর্ধযুগ পার হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এখনও আবাসিক হলে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, বিষয়টি জানা সত্ত্বেও হল প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনীক বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের ৩৩৫ নম্বর কক্ষে ছাত্রদল নেতা আব্দুল্লাহ অন্তরের সঙ্গে নিয়মিত অবস্থান করছেন এবং সেখান থেকে অনুসারীদের নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, অনীক তার অনুসারীদের নিয়ে হলের গেস্টরুমের দরজা বন্ধ করে নিয়মিত রাজনৈতিক সভা করেন, ফলে সাধারণ শিক্ষার্থীরা গেস্টরুম ব্যবহার করতে পারছেন না। এমনকি গেস্টরুমে অতিথি এলে তাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় বলেও জানান তারা। একাধিকবার হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগ করা হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, “আমি হলে থাকি না, মাঝে মাঝে গেস্টরুমে যাতায়াত করি। এতে কোনো আইনি জটিলতা দেখছি না।”
ছাত্রদল নেতা আব্দুল্লাহ অন্তর প্রথমে অনীকের হলে অবস্থানের অভিযোগ অস্বীকার করলেও পরে প্রতিবেদকের কাছে সিসিটিভি ফুটেজ এবং প্রশাসনের অবগতির কথা জানালে স্বীকার করে বলেন, “ওয়াসিম আহমেদ অনীক ভাই মাঝে মাঝে আমার রুমে বিশ্রাম নিতে আসেন।”
এ বিষয়ে আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “আমি আগে বিষয়টি জানতাম না। এখন জানতে পারলাম, তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”